শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

এটা জীবনের অন্যতম একটা অভিজ্ঞতা :বাঁধন

বিনোদন রিপোর্ট
  ০৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
এটা জীবনের অন্যতম একটা অভিজ্ঞতা :বাঁধন
এটা জীবনের অন্যতম একটা অভিজ্ঞতা :বাঁধন

নববর্ষের কবিতায় কিবা বলা যায় আর

যা হয়নি বলা শত সহস্রবার নতুন বছর আসে, পুরানো বছর পিছু হটে জানি মোরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি জানি বটে...

1

সেই ১৯১০ সালে 'হ্যাপি নিউ ইয়ার' কবিতায় এই কথাগুলো বলে গেছেন মার্কিন কবি এলা হুইলার উইলকক্স। যে কবিতার ভাবানুবাদ এমন, প্রত্যেকে কিছু স্বপ্ন নিয়ে নতুন বছর শুরু করে। থাকে কিছু কর্ম পরিকল্পনা। আবার ফেলে যাওয়া বছরে, জীবনে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা নতুন বছরে কাজে লাগাতেও চায় সবাই। সে কারণেই, পুরনো হিসাব-নিকাশ সঙ্গে নিয়ে নতুন পরিকল্পনায় সামনে তাকাতে চায় সবাই। ব্যতিক্রম নয় শোবিজ তারকারা। ২০২৪ সাল অনেকের ক্যারিয়ারে সুবাতাস বয়ে এনেছিলো, কেউ আবার ছিটকে পড়েছিলেন জীবনের জটিলতায়। নতুন বছরে যেন সবাই কাজ করতে চান নতুন উদ্যমে। তবে প্রত্যেকের ভাবনা আলাদা আলাদা।

অভিনেত্রী আজমেরী হক বাঁধন গণমাধ্যমকে বলেন, ২০২৪ সাল আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বছর হয়ে থাকবে। এ বছরে আমি 'গুটি' ওয়েবের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার (ক্রিটিক), ডেইলি স্টার ওটিটিতে পপুলার অ্যাওয়ার্ড পেয়েছি। এছাড়া সিজেএফবি অ্যাওয়ার্ড পেয়েছি। একই বছরে এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছি, সো খুবই ভালো গিয়েছে ২০২৪, এটা বলতেই হবে। ২০২৪ সাল আমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছরই আমি গণঅভু্যত্থানে সরাসরি অংশগ্রহণ করেছি। আমি রাস্তায় থেকে ছাত্র-জনতার সাথে আন্দোলনে সামিল হয়েছিলাম। এটা আমার জীবনের অন্যতম একটা অভিজ্ঞতা। সারাজীবন এটি মনে রাখবো।

নতুন বছরের পরিকল্পনাও জানান এ অভিনেত্রী। তিনি বলেন, গত বছর আমার দু'টি কাজ হওয়ার কথা ছিল। কিন্তু সার্বিক পরিস্থিতির কারণে কাজগুলো হয়নি। নতুন বছরে সে কাজগুলো করবো। কিছু কাজ করা আছে যেগুলো নতুন বছরে রিলিজ হবে। সব মিলিয়ে ব্যস্ত থাকবো নতুন বছরে।

নতুন বছরের প্রত্যাশা নিয়ে বাঁধন বলেন, যদি বলি তাহলে বলবো, আমরা যে সংস্কারের পথে হাঁটছি, সেটা যেন ঠিকঠাক মতো করতে পারি। সঠিক উপায়ে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই ভোটের মাধ্যমে আমরা যে গণতান্ত্রিক সরকার পাবো তার মাধ্যমে দেশটি পরিচালিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে