শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

নতুন গানে ফিরছেন আতিক হাসান

বনোদন রিপোর্ট
  ০৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
নতুন গানে ফিরছেন আতিক হাসান
নতুন গানে ফিরছেন আতিক হাসান

'মাধবী কি ছিল ভুল' কিংবা 'বুঝনি ভুল করে কোনো দিনই আমাকে, পারিনি বুকটা ছিঁড়ে দেখাতে' এই দুটি জনপ্রিয় গানের সঙ্গীতশিল্পী আতিক হাসান যিনি তার প্রথম একক অ্যালবাম 'মাধবী কি ছিল ভুল' দিয়েই শ্রোতা- দর্শকের মনে সাড়া ফেলেছিলেন ২০০২ সালে। এই দুটি গান ছাড়া আরও অনেক জনপ্রিয় গান রয়েছে তার প্রকাশিত 'চন্দনা ফিরে আসবে না',' প্রিয়া তোমার মন বলে কিছু নেই',' ফিরে আয় পিয়া',' মৌসুমী ভালোবাসি আমি', 'ওরে আমার ময়না'সহ আরও অন্যান্য অ্যালবামগুলোতে। অডিও-সিডি যুগে তার গান মানে শ্রোতাদের কাছে ছিল ভিন্ন সাধ। ডিজিটাল যুগে এসেও তিনি প্রকাশ করেন গান। তবে সেটি সংখ্যায় বেশি নয়। তবে, এবার নতুন পরিকল্পনার কথা জানালেন এ তারকা। নতুন বছরে একাধিক গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এরই মধ্যে নতুন গানের কাজও শুরু করেছেন 'বাংলার কিশোর কুমার'খ্যাত এ গায়ক।

আতিক হাসান বলেন, 'নতুন বছরে আবারও আমার শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিতে চাই। অনেক দিন স্টেজ শো নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু এবার স্টেজ শোর পাশাপাশি নতুন কয়েকটি গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে