মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

প্রকাশ্যে রোদেলার 'রাজকুমার'

বিনোদন রিপোর্ট
  ০৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
প্রকাশ্যে রোদেলার 'রাজকুমার'

কণ্ঠশিল্পী ন্যান্সির মেয়ে রোদেলা মায়ের পথেই হাঁটছেন। ষষ্ঠ শ্রেণিতে থাকতেই তার গানে অভিষেক হয়।  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 'প্রজাপ্রতি প্রজাপতি' গানটি দিয়ে সঙ্গীতে যাত্রা শুরু করেন তিনি। এর মধ্যে জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৃদয় খানের সঙ্গে 'হোক বদনাম' শিরোনামের একটি গানেও তাকে পাওয়া গেছে। চলতি বছরে গানের সঙ্গেই থাকতে চান বলে জানান রোদেলা। নতুন বছরের শুরুতেই রবিবার প্রকাশ হলো তার নতুন গান 'রাজকুমার'। রাজু চৌধুরীর কথায় এহসান রাহীর সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন সেতু চৌধুরী। শব্দ কারিগরের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। গানটি নিয়ে রোদেলা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। তার ভাষ্য, নতুন বছরের শুরুতেই গানটি প্রকাশ করতে পেরে ভালো লাগছে। একদিকে নতুন বছর, অন্যদিকে, নতুন গান, তাই আনন্দটা একটু বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে