সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করা হবে; তাও যদি ছোট মেয়ের গলায় সুর না আসে, তাহলে তার বাকি জীবন কাটাতে হবে কসাইয়ের ঘরে! এমন সময় ছোট মেয়ের কণ্ঠে উচ্চারিত হয় ডাইনির কথা। চরকি অরিজিনাল সিরিজ '২ষ'এর শেষ পর্ব 'বেসুরা'র ট্রেলারে এভাবেই দেয়া হয়েছে ঘটনার বর্ণনা। শেষে দেখানো হয়েছে ডাইনির এক ঝলকও। সোমবার বিকেলে চরকির ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশ পেয়েছে 'বেসুরা'র এক ঝলক। স্বাভাবিকভাবেই সেখানে প্রকাশ পেয়েছে চরিত্রগুলো। আর তাতে জানা গেছে এ পর্বে আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। সঙ্গে সংগীতশিল্পী ইসমাইল উদ্দিন পালাকার। জানা গেলো, 'বেসুরা'য় অভিনয়ের মাধ্যমে সুমাইয়া শিমুর ওটিটি অধ্যায়ে অভিষেক হলো। অভিনেত্রী নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। অন্যদিকে অভিনয়ে প্রথমবারের মতো নাম লিখিয়েছেন সংগীতশিল্পী ইসলাম উদ্দিন পালাকার।
ট্রেলার শুরু হয়েছে সবুজের নৈসর্গ আর বেসুরে গাওয়া 'সা রে গা মা পা'এর মাধ্যমে। একটি ছোট মেয়ে, যার গলায় সুর নেই। যা জানতে পেরে ছোট মেয়েটিকে সাজা দেয়ার পরিকল্পনা করেন এলাকার বড় সংগীত সাধক। এর পরেই শোনা যায় ডাইনির কথা। ট্রেলারের শেষে ডাইনিকে বাঁধা অবস্থাতেও দেখা গেছে। বেসুরার সঙ্গে ডাইনির সম্পর্ক কী? সেটা জানা যাবে আজ রাত ১২টা থেকে। ওই দিন চরকিতে প্রকাশ পাবে 'বেসুরা'। এ পর্ব প্রকাশের মাধ্যমে শেষ হবে '২ষ' সিরিজ।
সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সুমাইয়া শিমু বলেন, ''ওটিটিতে এখন ভালো কাজ হচ্ছে। বড় পরিসরে, ভালো মানের কাজ দেখি প্রায়ই। আমি যে ধরনের কাজ করতে চাই, 'ষ' তেমন একটি কাজ। এর গল্প ভিন্ন, নুহাশ হুমায়ূন প্রমিজিং পরিচালক, চরকি একটা ভালো পস্ন্যাটফর্ম। সবকিছু মিলিয়ে মনে হয়েছে কাজটা ভালো হবে।''
অভিনেত্রী জানান, তার চরিত্রের পোশাক, সাজুসজ্জা খুব মিনিংফুল ছিল। যখনই শুটিংয়ের জন্য প্রস্তুত হতেন তখনই মনে হতো কাজটা অনেকখানি সহজ হয়ে গেছে। সব কিছু মিলিয়ে ওটিটির কাজের পেশাদারিত্ব পছন্দ হয়েছে সুমাইয়া শিমুর। বলেন, 'এখানে যেভাবে কাজ হয়, সেটা খুব প্রফেশনাল। প্রতিটা ডিপার্টমেন্ট আলাদা, তাই আমি আমার কাজে ফোকাস করতে পেরেছি। পুরো অ্যারেঞ্জমেন্টটা অনেক সুন্দর ছিল। আমি উপভোগ করেছি।'
'২ষ' সিরিজের সংগীত পরিচালনা করেছেন অভিষেক ভট্টাচার্য্য এবং 'বেসুরা' পর্বে দুটি গানের সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। প্রীতমের কারণেই নাকি অভিনয়ে রাজি হয়েছেন ইসলাম উদ্দিন পালাকার। প্রথমবার অভিনয় নিয়ে এই শিল্পী বলেন, 'আমাকে ফোন করে বলা হলো অভিনয় করতে হবে। একটু চিন্তায় পড়লাম। ক্যামেরার সামনে বহুবার দাঁড়িয়েছি কিন্তু অভিনয় তো করিনি। পরে যখন বললো প্রীতম (প্রীতম হাসান) ভাই আছেন, তখন একরকম ভরসা পেলাম এবং আশ্বাসও দিলাম। পরে কয়েকবার কথা বলে রাজি হয়েছি।'
'পেট কাটা ষ' এর দ্বিতীয় সিজন '২ষ'। নুহাশ হুমায়ূন ও তার মা গুলতেকিন খানের রচনায় সিরিজটি পরিচালনা করেছেন নুহাশ হুমায়ূন। গল্প নিয়ে নির্মাতা জানান, সুরুছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প থাকছে 'বেসুরা'তে। নুহাশ বলেন, 'এটাকে মিউজিক্যাল কনটেন্ট বলা যায়। এ পর্বে যেহেতু সুরবেসুরের ব্যাপার রয়েছে তাই সংলাপে ছন্দ রেখেছি। চরিত্রগুলো ছন্দে ছন্দে কথা বলে।' এসবের পাশাপাশি পর্বটিতে থাকছে বিশেষ চমক, যা একদম শেষে পাবেন দর্শকরা। 'বেসুরা'য় আরও অভিনয় করেছেন এরফান মৃধা শিবলু, বাবলু বোস, মাসউদুর রহমান, সায়েম উদ্দীন, অনিমেষ দাস, স্নিগ্ধা দেবী, আর্নিকা দেবী অর্থি, মোহাম্মদ ফাইয়ান ওয়াহিদ, রাজদীপ দাশ, বীণা দাশ গুপ্তাসহ অনেকে।
শিমুর টেলিভিশন নাটকে অভিষেক হয় ১৯৯৯ সালে 'এখানে আতর পাওয়া যায়' নাটক দিয়ে। এই অভিনেত্রীর অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট ধারাবাহিক নাটক 'স্বপ্নচূড়া'। এ নাটকে অনবদ্য অভিনয় তাকে নিয়ে যায় আলাদা উচ্চতায়। এরপর আর পেছন ফেরে তাকাতে হয়নি শিমুকে।