নাট্যকার, কথাসাহিত্যিক ও নাট্যনির্মাতা মারুফ হোসেন সজীব। মেহজাবীন চৌধুরী ও আফরান নিশোর 'বিলোপ' নাটকের রচনা ও পরিচালনা করে আলোচনায় আসেন এ নির্মাতা। ইংরেজি নতুন বছরে সজীব দর্শকপ্রিয় জুটি ইয়াশ-তটিনীকে নিয়ে নির্মাণ করেছেন 'কাছাকাছি দুইজন' শিরোনামের একটি নাটক। এর আগে, তিনি ইয়াশ রোহানকে নিয়ে 'কথা বন্ধু' ও 'খুশী' নামের দুটি নাটক নির্মাণ করেছিলেন। কথা বন্ধু গত বছরের শুরুর দিকে প্রচার হয়েছিল আর খুশী নাটকটি আগামী ভালোবাসা দিবসে প্রচার হবে। কাছাকাছি দুইজন নাটকের গল্প ও চিত্রনাট্য মারুফ হোসেন সজীবের।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইয়াশ রোহান বলেন, 'নির্মাতা মারুফ হোসেন সজীবের চেয়ে নাট্যকার বা লেখক মারুফ হোসেন সজীবকে আমার বেশি ভালো লাগে। নিঃসন্দেহে এটাও সত্যি যে একজন নির্মাতা হিসেবেও তিনি দারুণ। তবে আবারও বলতে হয়, আমি তার লেখা খুব পছন্দ করি, তার স্ক্রিপ্ট আমার ভীষণ পছন্দ। যে কারণে সজীব ভাইয়ের সঙ্গে আমার অনেক কথা হয়, স্ক্রিপ্ট নিয়ে, গল্প নিয়ে। ক্রিয়েটিভিটির জায়গা থেকেই আমরা গল্প নিয়ে নানা ধরনের আলোচনা করে থাকি। কাছাকাছি দুইজন নাটকের গল্পটাও খুব সুন্দর। আমার ভীষণ ভালো লেগেছে। তটিনী আমার খুব ভালো একজন বন্ধু, তার অভিনয়ও আমার ভীষণ ভালো লাগে। আমি অভিনয় নিয়ে বিচার করার মতো কেউ হইনি। কিন্তু একটা কথা বলব, তটিনীর যে বিষয় আমার কাছে ভালো লাগে, সেটা হলো সে যখন ক্যামেরার সামনে থাকে তখন সেটি সিরিয়াস কিংবা ফানি যে দৃশ্যই হোক, সে শতভাগ মনোযোগ দিয়েই তা করার চেষ্টা করে।'
এ নাটক নিয়ে তটিনী বলেন, 'এই প্রথমবার সজীব ভাইয়ের নির্দেশনায় তার টিমের সঙ্গে কাজ করা। ভালো লেগেছে কাজ করতে। ইয়াশ ভাইয়ার সঙ্গে অনেক নাটকে কাজ করা হয়েছে। একসঙ্গে কাজ করতে করতে এখন বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি তার সঙ্গে অভিনয় করতে। কাছাকাছি দুইজন নাটকটির গল্প সুন্দর, আমরা দুজনই চেষ্টা করেছি আমাদের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আশা করছি, দর্শকের ভালো লাগবে।' মারুফ হোসেন সজীব জানান, শিগগিরই কাছাকাছি দুইজন প্রচারে আসবে।