বিয়ের আগেই রুপালি পর্দা থেকে বিদায় নেন বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানা খান। ২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সাঈদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। এরপর থেকে পুরোপুরি সংসারেই নিজেকে মেলে দিয়েছেন সানা। গেল বছরের জুলাইয়ে পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। এবার তার নতুন সুখবরে তোলপাড় নেটদুনিয়া। প্রথম সন্তান জন্মের দেড় বছর পর আবারও মা হতে চলেছেন সানা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই ভক্তদের সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, এই ধরনের উপহার দেওয়ার ক্ষমতা একমাত্র আলস্নাহরই আছে। আমাদের জন্য দোয়া করুন যাতে শুধু সংখ্যাতে নয়, আমাদের পরিবার গুণেও বৃদ্ধি পায়। আলস্নাহ আমাদের চলার পথ মসৃণ করুন। সম্প্রতি রুবিনা দিলাইকের পডকাস্ট 'কিসিন বাতায়া নেহি'র সর্বশেষ এপিসোডে হাজির হয়েছিলেন সানা। সেখানে অভিনেত্রী বলেন, 'প্রত্যেক পুরুষই চায় তার স্ত্রী শালীন পোশাক পরুক।প্রসঙ্গত, 'বিগবস-৬' এবং সালমান খানের 'জয় হো' সিনেমায় অভিনয়ের জন্য দর্শকমহলে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন সানা।