এ সময়ের তরুণ শিল্পী হাফিজ বাউলা। বর্তমান সময়ে গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার মধ্যেই একের পর এক নতুন গান প্রকাশ করে যাচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে তার গাওয়া নতুন গান 'যাবজ্জীবন জেল'। গানটি প্রকাশের পর দর্শকদের কাছ থেকে ভালো সারা পাচ্ছেন তিনি। এ গানটি হাফিজ বাউলা নিজেই লিখেছেন এবং সুর করেছেন। গানের ব্যাপারে হাফিজ বাউলা বলেন, ছোটবেলা থেকেই গানের পাগল ছিলাম। বড় হয়ে গানকেই মনে-প্রাণে লালন করেছি। তাই মৃতু্যর আগ পর্যন্ত গান নিয়ে বেঁচে থাকতে চায়। গত বছরেও অনেক গান প্রকাশ করেছি। এ বছরও চেষ্টা করব দর্শকদের সামনে নতুন গান নিয়ে হাজির হতে। দর্শকদের ভালো গান উপহার দিতে পারাটাই একজন শিল্পীর স্বার্থকতা। সামনে আরও দশটি গানের প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে। এ গানগুলোতে কণ্ঠ দেবেন এস এম শফি। সুর ও সঙ্গীত পরিচালনা করব আমি নিজে।
হাফিজ বাউলার ২০০৬ সালে প্রথম অ্যালবাম 'পরাণের বান্ধব' প্রকাশ পায়। এরপর একে একে ১৫০টি গানে কণ্ঠ দিয়েছেন। তার মধ্যে উলেস্নখযোগ্য গান হলো- পিঞ্জিরা খালি, কারে পাইয়া ভালা, মনে মায়া নাই, ভাবের মানুষ, রঙিলা অন্তত, পিরিতের ভাও, আসলে কেউ আমারে ভালোবাসে না, মইরা গেলে পইচা যাব, মাটির মানুষরে, প্রেমও বিষের জ্বালা, নয়া পিরিত ইত্যাদি। এ শিল্পী গানের পাশাপাশি একজন সঙ্গীত পরিচালকও তার পরিচালনায় গান গেয়েছেন দেশের খ্যাতিমান অনেক শিল্পীরা তাদের মধ্যে হলো- শফি মন্ডল, আয়েশা জেবিন দিপা, গামছা পলাশ, রাজিব শাহ, রাজু মন্ড, এস এম শফিসহ অনেকেই। হাফিজ বাউলা ৪শ'র উপরে গান সুর করেছেন। ১৭শ'র মতো গানের কম্পোজ করেছেন।