বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

নতুন সিনেমার পোস্টারে বুবলীর চমক

বিনোদন রিপোর্ট
  ২০ জানুয়ারি ২০২৫, ০০:০০
নতুন সিনেমার পোস্টারে বুবলীর চমক
নতুন সিনেমার পোস্টারে বুবলীর চমক

বছরের শুরু থেকেই ভক্তদের একের পর এক চমক দেখাচ্ছেন তারকারা। কেউ বিয়ে করে, কেউ কাজের খবর প্রকাশ করে। এবার খাঁচায় বন্দি অবস্থায় হাজির হয়ে চমক দেখালেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। প্রকাশ পেয়েছে তার অভিনীত সিনেমা 'পিনিক'র প্রথম পোস্টার। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে সিনেমাটির পোস্টার শেয়ার করেছেন বুবলী। সেখানে ভিন্ন এক লুকে দেখা গেছে অভিনেত্রীকে। সিনেমার পোস্টারে দেখা যায়, স্কার্ফ দিয়ে আবৃত মাথা, চোখে রোদ চশমা, আর মুখমন্ডল খাঁচার ভেতরে বন্দি বুবলী। তার কাঁধ থেকে নিচের অংশ কালো পোশাকে ঢাকা। যা রহস্যময় আবহ তৈরি করেছে দর্শকমহলে।

'পিনিক'-এ বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন আদর আজাদ। এটি নির্মাণ করেছেন জাহিদ জুয়েল। কক্সবাজার ও রামুর বিভিন্ন এলাকায় শুটিং হয়েছে সিনেমাটির। সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট এবং সহপ্রযোজনায় রয়েছেন অভিনয়শিল্পী শিমুল খান। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

1

প্রসঙ্গত, 'পিনিক' সিনেমায় আদর-বুবলী ছাড়া আরও অভিনয় করেছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দুসহ অনেকেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে