মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার নিপুণ

বিনোদন রিপোর্ট
  ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০
শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার নিপুণ
শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার নিপুণ

জালিয়াতির অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন অভিনেত্রী নিপুণ আক্তার। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করার অভিযোগে গত রোববার কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। ২০২৪ সালের ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে কোটাবিরোধী আন্দোলন নিয়ে এক বিবৃতি প্রদান করেন নিপুণ আক্তার। সেখানে নিজেকে সাধারণ সম্পাদক 'সাবেক' বলেই উলেস্নখ করেন তিনি। গত ১৭ জুলাই নিজের ফেসবুক ওয়ালে সেটা পোস্টও দেন। এ নিয়ে সে সময় ব্যাপক সমালোচনায় জড়ান তিনি। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করায় মিশা-ডিপজল নেতৃত্বাধীন কমিটি গত বছরের ৩০ জুলাই সমিতির ষষ্ঠ সভায় এ বিষয় উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এরপর তাকে কারণ দর্শানোর নোটিশ দিলে তা তোয়াক্কা করেননি তিনি। তার আগে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে 'কুরুচিপূর্ণ' মন্তব্য করার অভিযোগ উঠে এই বিতর্কিত অভিনেত্রীর বিরুদ্ধে। গঠনতন্ত্র পরিপন্থি কাজ করায় নিপুণকে নোটিশ দেয় কার্যনির্বাহী পরিষদ। তবে আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার কাছের মানুষ হওয়ায় কোনো চিঠিই আমলে নেননি নিপুণ। চালিয়ে যান তার সব বিতর্কিত কর্মকান্ড। যার পরিপ্রেক্ষিতে অনৈতিকভাবে শিল্পী সমিতির প্যাড ব্যবহার এবং সাধারণ সম্পাদককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন নিপুণ আক্তার। এ নিয়ে গণমাধ্যমকে আপাতত বিস্তারিত কিছু না বলতে চাইলেও বহিষ্কারের সত্যতা স্বীকার করেছেন শিল্পী সমিতির সহ-সভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব। বিষয়টি নিয়ে অভিনেত্রীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছিল। এ মেয়াদে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর। আর ২২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের 'মুভি লর্ড' ও 'দানবীর'খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তারচেয়ে ১৬ ভোট কম পেয়ে পরাজিত

হয়েছিলেন অভিনেত্রী নিপুণ আক্তার।

মনোয়ার হোসেন ডিপজলের কাছে পরাজিত হয়ে নিপুণ আক্তার তখন গণমাধ্যমকে বলেছিলেন, '২০২৪-২৬ মেয়াদের নির্বাচন যারা পরিচালনা করেছেন, প্রথমেই আমি তাদের ধন্যবাদ জানাই। ভেবেছিলাম, ডিপজল সাহেবের বিপরীতে আমি যখন দাঁড়াব, ভোট পাব সর্বোচ্চ ৫০টি। সেখানে ভোট পেলাম ২০৯টি। হেরে গেলাম মাত্র ১৬ ভোটে। এতে প্রমাণ হলো শিল্পী সমিতির ভাইবোনেরা আমাকে কতটা ভালোবাসেন। এত সম্মান দেওয়ার জন্য তাদের

ধন্যবাদ জানাই।'

শিল্পী সমিতির নির্বাচনের ফল প্রকাশের দিন হেরেও প্রশংসিত হয়েছিলেন নিপুণ। কেননা, বিজয়ী কমিটির প্রধান দুইজনকে নিজ হাতে ফুলের মালা পরিয়ে দিয়েছিলেন তিনি। তবে, ভেতরে ভেতরে যে নির্বাচিতদের মানতে পারেননি তার প্রমাণ মিলেছে নির্বাচনের প্রায় এক মাস পর। নির্বাচন বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেছিলেন তিনি।

সেইসঙ্গে সাধারণ সম্পাদক ডিপজলকে 'অশিক্ষিত' বলে মন্তব্য করেন। এর প্রতিবাদে গত মে মাসে নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মিছিলের ব্যানারে নায়িকা নিপুণের গলায় জুতার মালার ছবি ব্যবহার করে বেশ কয়েকজন সিনিয়র-জুনিয়র শিল্পী এফডিসিতে মিছিল করেন। নিপুণের বহিষ্কারের খবরে সন্তুষ্ট তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিল্পী বলেন, 'গত মেয়াদে নিপুণ হেরে গিয়েও শেখ সেলিমের ক্ষমতা ব্যবহার করে সাধারণ সম্পাদকের চেয়ার দখল করে ছিলেন। এবারও তিনি তাই চেয়েছিলেন। তবে, কাজ হয়নি। আদালতে তার মামলা টেকেনি। নিপুণ এফডিসির জন্য অভিশাপ। তার জন্য গোটা শিল্পী সমাজের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এমন শাস্তি তার অনেক আগেই প্রাপ্য ছিল। আমরা নিপুণমুক্ত এফডিসি পেয়েছি।'

নানা ইসু্যতে মাঝে মধ্যেই সমালোচনার মুখে পড়েন এই চিত্রনায়িকা। কখনো শিল্পী সমিতির নির্বাচন কিংবা পদ নিয়ে, কখনো বা ভিন্ন ইসু্যতে। সম্প্রতি মিথ্যাচার করে আরও একবার বিতর্কিত হয়েছেন তিনি। গত ১০ জানুয়ারি সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হলে তার পাসপোর্ট অফলোড করে দেয় ইমিগ্রেশন পুলিশ। নিপুণের নামে মামলা না থাকায় পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আটকের খবর সত্য নয়, দাবি করেন অভিনেত্রী। বিগত সরকারের আমলে নানাবিধ কর্মকান্ডে জড়িত হয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন নিপুণ। বিশেষ করে আওয়ামীপন্থি শিল্পী হিসেবে নাম ওঠে তার। জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়ে নানা নীল-নকশার ছক আঁকার অভিযোগ তার বিরুদ্ধে। বর্তমানে দেশে আত্মগোপনে রয়েছেন নিপুণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে