সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

১৩ বছর পর ম্রম্নণাল ঠাকুর

বিনোদন ডেস্ক
  ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০
১৩ বছর পর ম্রম্নণাল ঠাকুর
১৩ বছর পর ম্রম্নণাল ঠাকুর

আজ থেকে ১৩ বছর আগে ২০১২ সালে মুক্তি প্রাপ্ত অ্যাকশন কমেডি সিনেমা 'সন অব সর্দার'-এর পর নির্মিত হতে চলেছে সিকু্যয়াল 'সন অব সর্দার-২'। তবে এবার সোনাক্ষী সিনহা নয়, অজয়ের বিপরীতে প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করছেন ম্রম্নণাল ঠাকুর। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৪ সালের ২৫ জুলাই। এরপর সিনেমাটির তারিখ পেছানো হয়। সিনে-বিশ্লেষক তরণ আদর্শ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল 'এক্স'-এ সিকু্যয়েল এ সিনেমাটির মুক্তির তারিখ নিশ্চিত করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, 'সন অব সর্দার-২' সিনেমাটি মুক্তি পেতে চলেছে ২০২৫ সালের ২৫ জুলাই। এখনো চলছে ছবির শুটিং।

অজয় দেবগন অভিনীত সবশেষ সিনেমা 'সিংহাম অ্যাগেইন' দিওয়ালি উৎসব উপলক্ষে মুক্তি পেয়েছিল, তবে তার আসন্ন সিনেমাটি কোনো উৎসব কেন্দ্র করে মুক্তি পাচ্ছে না। আসন্ন 'সন অব সর্দার ২' সিনেমায় প্রথমবারের মতো অজয় দেবগন এবং ম্রম্নণাল ঠাকুরের মধ্যে দারুণ রসায়ন দেখা যাবে। চলচ্চিত্রটিতে অজয়-ম্রম্নণালের পাশাপাশি সঞ্জয় দত্ত, অশ্বিনী কালসেকরসহ আরও অনেকে। পিঙ্কভিলা সূত্রে জানা যায়, সঞ্জয় দত্ত তার পূর্ববর্তী চরিত্রে ফিরবেন। তার সঙ্গে যোগ দেবেন মুকুল দেব এবং বিন্দু দারা সিং। এ ছাড়া নতুন সদস্য হিসেবে কুবরা সাইত, নীরু বাজওয়া, দীপক দোব্রিয়াল, শরৎ সাক্সেনার নাম প্রকাশিত হয়েছে।

বিজয় কুমার অরোরা পরিচালিত 'সন অব সর্দার ২' জিও স্টুডিওস এবং দেবগন ফিল্মস প্রযোজনা করেছে। জানা যায়, 'সন অব সর্দার ২' সিনেমাটি এর পূর্বসূরি সিনেমার সঙ্গে কোনো মিল থাকবে না। সিকু্যয়েলে থাকবে শুধু একটি চরিত্রের ওপর, যা ভাসুলি ভাইয়ের চরিত্রের কিছু অংশ নিয়ে নির্মিত হবে এবং ছবিটিতে বিহারি ও পাঞ্জাবি ডনদের মধ্যে একটি নাটকীয় গ্যাং যুদ্ধ দেখানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে