মোহাম্মদ আলীর লেখায়, নিজের সুরে ও কণ্ঠে 'ভাবনা' নামক ডুয়েট গান প্রকাশ করেছেন শিল্পী মেজবা শরীফ। তার সঙ্গে গেয়েছেন ভারতের অন্বেষা। গানটিতে মডেল হয়েছেন অন্তরা ইসলাম। সঙ্গীতে ছিলেন রেজওয়ান শেখ। সম্প্রতি গানটি চ্যানেল ১১ থেকে রিলিজ হয়েছে। মেজবার শরীফের অনেক গান প্রকাশিত হয়েছে দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলো থেকে। তার মধ্যে উলেস্নখযোগ্য গান হলো- 'আমি তোমার মন', 'ঝরছে বৃষ্টি', 'ফটো', 'মনের স্মার্টফোন', 'ভালোবাসি', 'কত সুখে আছি আমি', 'শুধু আমার', 'বোঝে না সে বোঝে না' ইত্যাদি। এছাড়া সালাহউদ্দিন সাগরের লেখা ও এফ এ প্রীতমের সুরে হিন্দি গানেও কণ্ঠ দিয়েছেন এ শিল্পী। 'প্রিয়া' নামক হিন্দি ডুয়েট গানটিতে মেজবার সহশিল্পী হিসেবে ছিলেন ভারতের কণ্ঠশিল্পী আশা সিজু।