রোববার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

মৃত শিক্ষিকাকে বদলি করল শিক্ষা মন্ত্রণালয়

যাযাদি রিপোর্ট
  ২০ সেপ্টেম্বর ২০২০, ০০:০০
মৃত শিক্ষিকাকে বদলি করল শিক্ষা মন্ত্রণালয়

মারা যাওয়ার প্রায় চার মাস পর বদলি করা হয়েছে এক শিক্ষা কর্মকর্তাকে। সামছ আরা জাহান নামের ওই শিক্ষিকা রাজধানীর ইডেন সরকারি মহিলা কলেজে উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি শিক্ষা ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। পরে তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) সংযুক্তি দেওয়া হয়।

জানা গেছে, চাকরিরত অবস্থাতেই তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে চলতি বছরের ১২ মে মারা যান। এর চার মাস পর ১৭ সেপ্টেম্বর সামছ আরা জাহানকে (আইডি-১৮১৬২) ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে সহকারী অধ্যাপক (উদ্ভিদবিদ্যা) পদে বদলির আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারি কলেজ-১ শাখা থেকে উপ-সচিব ফরহাদ হোসেনের স্বাক্ষরে এ আদেশ জারি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে