শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৩ বছর বয়সেই জাপানি কন্যার সোনা জয়

ম ক্রীড়া ডেস্ক
  ২৭ জুলাই ২০২১, ০০:০০
আপডেট  : ২৭ জুলাই ২০২১, ০০:০৭

প্রথমবার স্কেটবোর্ডিং ইভেন্ট যুক্ত হয়েছে অলিম্পিকে। তাতে চমকের পর চমক! টোকিও গেমসে সোনা-রুপা দুই-ই জিতে নিয়েছেন একজন করে ১৩ বছর বয়সি অ্যাথলেট, ব্রোঞ্জ জয়ীর বয়সও সবে ১৬। সোমবার আরিয়াক পার্কে স্কেটবোর্ডিংয়ে টোকিও অলিম্পিকে স্বাগতিকদের মোমিজি নিশিয়া গলায় ঝুলিয়েছেন স্বর্ণ পদক। মেয়েদের স্ট্রিট ফাইনালে ১৫.২৬ পয়েন্ট তুলে সেরা হয়েছেন ১৩ বছরের স্কেটার। অলিম্পিকে জাপানের ইতিহাসে সবচেয়ে কম বয়সি সোনাজয়ীও এখন তিনিই। জাপানি তরুণীর কাছে হেরে রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রাজিলিয়ান তরুণী রাইসা লিলের। তার বয়সও ১৩ বছর। তিনি তুলেছেন ১৪.৬৪ পয়েন্ট। ব্রোঞ্জ জয়ীও জাপানের, ফুনা নাকায়ামা ১৪.৪৯ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছেন, তার বয়স ১৬ বছর। স্কেটবোর্ডিং ইভেন্টের ইতিহাসে ছেলেদের প্রথম সোনাও গেছে জাপানের ঝুলিতে। ছেলেদের বিভাগে রোববার ইউতো হরিগোমে সোনার হাসি এনেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে