শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওসমানী হাসপাতালে দালাল চক্র

ম কাইয়ুম উলস্নাস, সিলেট
  ২০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

ইমার্জেন্সি গেটে যাওয়ার পর থেকেই পিছু নেয় দালালরা। তারা 'হাসপাতালে চিকিৎসা ভালো না' বলে রোগীকে বেসরকারি হাসপাতালে নিতে বিভ্রান্ত করে। এতে ব্যর্থ হলে রোগীর জন্য বাড়তি দরদ দেখিয়ে হাসপাতালের কর্মী পরিচয়ে শুরু করে দালালি। টুকটাক ফরমায়েশ পালন দিয়ে শুরু। এরপর কম দামে ও বাকিতে ওষুধ কিনে দেওয়ার কথা বলে নিয়ে যায় তাদের সঙ্গে চুক্তি করা ফার্মেসির সামনে। সেখান থেকে ডাবল দামে ওষুধ কিনিয়ে কমিশন নিচ্ছে।

সিলেট এমএজি ওসমানী হাসপাতালের দালাল চক্র রোগীর স্বজনদের সঙ্গে এই প্রতারণা করছে প্রতিদিন। মাঝখানে একটি ফার্মেসিকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনায় ৬২ জন দালালের নামে মামলা করেছিল পুলিশ। হাসপাতাল

পুলিশ ক্যাম্পে নতুন ইনচার্জ আসার পর কিছু দিন দালালদের দৌরাত্ম্য কমেছিল। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই আবারও দালালেরা হাসপাতাল প্রাঙ্গণে প্রকাশ্যে এসেছে।

সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, ওসমানী হাসপাতালে দালাল পুষেন কিছু ফার্মেসির মালিকেরা। তারা ওষুধ বিক্রির জন্য এই সব দালালকে কমিশন দিয়ে থাকেন। দালালদের মধ্যে আবারও সক্রিয় রয়েছে দালাল মালেক, সোহাগ, রুমন, কানা সায়েম, তামিম, মাসুম, আনিস ও মুরাদ। তারা পুলিশের এক সোর্সকে টাকা দিয়ে লাইন ম্যানেজ করে চলে বলে হাসপাতালের একাধিক সূত্র জানিয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, গত বছরের ১৯ ডিসেম্বর রাতে দালালদের কাজে বাধা দেওয়ায় হাসপাতালের ভিতরে হামলার শিকার হন পুলিশের এক সদস্য। হামলার শিকার এএসআই মো. শাহাদিল মিয়া বাদী হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের কয়েকজন ফার্মেসি ব্যবসায়ী ও দালাল মিলিয়ে ৬২ জনের নাম উলেস্নখ করে কোতোয়ালি থানায় মামলা করেছেন। ওই মামলার এজাহারে হাসপাতাল কেন্দ্রিক গড়ে ওঠা দালাল সিন্ডিকেটের হোতা ও সদস্যদের নাম উলেস্নখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে লামাবাজার পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ রাশেদ আহমদ জানান, 'দেড় মাস আগেও হাসপাতাল থেকে ১৫ জন দালাল আটক করা হয়েছে।'

জানতে চাইলে সিলেট ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল কালাম বলেন, 'আমরা সমন্বয় সভায় পুলিশকে হাসপাতালের দালালদের বিষয়ে জানিয়েছি। মাঝেমাঝে দালালদের বিরুদ্ধে অভিযানও চলে। কিন্তু কিছুতেই দালালমুক্ত করা যাচ্ছে না এই হাসপাতাল।'

এ বিষয়ে সিলেটের মেট্রোপলিটন পুলিশের (এসএমপির) উপ পুলিশ কমিশনার (ডিসি উত্তর) মো. আজবাহার আলী শেখ বলেন, 'দালালদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। ওসমানী হাসপাতালে খোঁজ নিয়ে আবারও দালালদের বিরুদ্ধে অভিযান হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে