শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তৃতীয় ধাপের ইউপি ভোট আজ

যাযাদি রিপোর্ট
  ২৮ নভেম্বর ২০২১, ০০:০০
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আজ রোববার। সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন কেন্দ্রে পৌঁছানো হয়েছে সরঞ্জাম। ছবিটি শনিবার বগুড়ার ধুনট উপজেলা নির্বাচন অফিস থেকে তোলা -ফোকাস বাংলা

তৃতীয় ধাপে দেশের এক হাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোট অনুষ্ঠিত হবে আজ রোববার। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।

দেশের নিবন্ধিত ৪৩টি রাজনৈতিক দলের মধ্যে অর্ধেকের কম প্রার্থী দলীয় প্রতীকে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে।

তবে কিছু জায়গায় নৌকা ও ধানের শীষ প্রতীকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে প্রথম ও দ্বিতীয় ধাপের মতো তৃতীয় ধাপের নির্বাচনেও ব্যাপক সংঘাত-সহিংসতার যথেষ্ট আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিশেষ কোনো প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ কমিশনে জমা পড়ছে। এ ধরনের অভিযোগে ইতোমধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। অনেক এলাকার ডিসি থেকে শুরু করে নির্বাচনী কর্মকর্তা রয়েছেন ইসির নজরদারিতে। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশন এক চুল ছাড় দিতে নারাজ বলে ঘোষণা দিয়েছে। প্রশাসন ও প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তিদের সঙ্গে বুধবার সভা করে মাঠ প্রশাসনকে তেমনিই বার্তা দিয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন হতে যাওয়া এক হাজার ইউপির মধ্যে ৩৩টি ইউপিতে প্রযুক্তির ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সহায়তায় ভোট নেওয়া হবে। ভোটের প্রস্তুতির বিষয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, 'তৃতীয় ধাপের ভোট নিয়ে নতুন কোনো নিদের্শনা নেই। মাঠ প্রশাসনকে নিরপেক্ষ অবস্থান থেকে ভোট সম্পন্নের নিদের্শনা দেওয়া হয়েছে। আমরা সুষ্ঠু ভোট দেখতে চাই। নিয়মের ব্যত্যয় হলে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, 'নির্বাচন সুষ্ঠু করার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, সবই করা হয়েছে। কেন্দ্রগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার চাদরে মোড়া থাকবে। তলস্নাশি চৌকি থাকবে নিরাপত্তা রক্ষীদের। সন্দেহ হলে তারা সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন।' তিনি বলেন, 'নির্বাচন হবে পুরোপুরি ফেয়ার। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। মাঠ প্রশাসনকে সে নিদের্শনাই দেওয়া হয়েছে।'

প্রসঙ্গত, তৃতীয় ধাপে ১০০৭টি ইউপি এবং ৯টি পৌরসভার তফসিল ঘোষণা করে কমিশন। তবে সীমানা-সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন কারণে সাতটি ইউপির ভোট স্থগিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে