শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল বুধবার

যাযাদি ডেস্ক
  ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল বুধবার প্রকাশিত হবে। এ দিন স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে ফল। সোমবার আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়কারী ঢাকা শিক্ষা বোর্ড ফল প্রকাশের অফিস আদেশ জারি করেছে।

এতে জানানো হয়, আগামী ৮ ফেব্রম্নয়ারি বেলা সাড়ে ১১টায় 'এইচএসসি পরীক্ষা ২০২২'-এর ফল স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। স্ব-স্ব প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডউনলোড করা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (িি.িফযধশধবফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ) রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ঊওওঘ এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এ ছাড়া িি.িফযধশধবফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

পরীক্ষার ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে ফল সংগ্রহ করা যাবে। ঐঝঈ ইড়ধৎফ হধসব (ভরৎংঃ ৩ ষবঃঃৎবং) জড়ষষ ণবধৎ টাইপ করে

১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।

যেমন: ঐঝঈ উযধ ১২৩৪৫৬ ২০২২ ঝবহফ :ড় ১৬২২২

অফিস আদেশে আরও জানানো হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য িি.িফযধশধবফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ঊওওঘ -এর মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে