সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
জাতীয় সংসদ নির্বাচন

আগের সীমানা ঠিক রেখে খসড়া শিগগিরই : ইসি

যাযাদি ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের নির্বাচনী এলাকার সীমানার খসড়া শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, 'খসড়া দ্রম্নতই প্রকাশ করা হবে। এটা আমরা আগামী সপ্তাহের মধ্যেই করে দেব। বাস্তবতা এবং আইনের বিষয়টাও তাই। আগে তো মানুষকে জানাতে হবে। তারপর তাদের কোনো আপত্তি থাকলে তার ওপর শুনানি হবে।'

মঙ্গলবার নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সচিব এসব কথা জানান। সংসদীয় আসনের সীমানা পুনর্র্নির্ধারণ নিয়ে বর্তমান কমিশনের প্রথম এই সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন করে প্রকাশ করা হলেও আগের সংসদ নির্বাচনে নির্ধারিত সীমানাই ইসি বহাল রাখতে চায় জানিয়ে সচিব বলেন, 'গত জাতীয় সংসদ নির্বাচনের সময় সীমানা যে ছিল তা নিয়ে খসড়া প্রকাশ করা হবে এবং বিজ্ঞপ্তিতে দাবি আপত্তির জন্য একটা সময় নির্ধারণ করা হবে। সীমানা নিয়ে 'আপত্তি'-তে ইতোমধ্যেই নিজ উদ্যোগে প্রায় ২০ থেকে ২৫টি আবেদন জমা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যেসব দাবি আপত্তি উত্থাপিত হবে এবং এখন পর্যন্ত যেসব আবেদন জমা হয়েছে সবগুলো মিলিয়ে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষে বিধি-বিধানের আলোকে চূড়ান্ত বিভক্তি এলাকা ঘোষণা করা হবে।'

সংসদীয় আসনে পরিবর্তন হবে কিনা জানতে চাইলে তিনি জানান, 'এ বিষয়টি হবে মূলত প্রাপ্ত

আবেদনের সংখ্যার ওপরে নির্ভর করবে।'

সচিব বলেন, 'আমরা আগে খসড়া প্রকাশ করব। এর পরে আপত্তি আবেদনগুলো পর্যালোচনা করে বলতে পারব আসলে কয়টায় (আসনে) কী (পরিবর্তন) হয়েছে।'

জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন অনুযায়ী, প্রতি জনশুমারির পর সংসদ নির্বাচনে সীমানা নির্ধারণ করার বাধ্যবাধকতা আছে। এ বছর ৩১ অক্টোবর থেকে দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে। ২৯ জানুয়ারির মধ্যে হবে সংসদ নির্বাচন। এর ছয় মাস আগেই ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করার পরিকল্পনা ইসির। নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, জানুয়ারি থেকে জুনের মধ্যে এ কাজ শেষ করার কথা। অবশ্য বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস তাদের প্রতিবেদন দিয়েছেন সোমবার। কিন্তু বিবিএস এখনও জনশুমারির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেনি। সীমানা পুনর্নির্ধারণ আইন অনুযায়ী, ভৌগোলিক অখন্ডতা বজায় রেখে সর্বশেষ আদমশুমারি প্রতিবেদনের জনসংখ্যার যতদূর সম্ভব 'বাস্তব বণ্টনের' ভিত্তিতে সীমানা নির্ধারণ করতে হবে।

এ বিষয়ে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, 'যে আইন আছে প্রথম হচ্ছে ভৌগলিক অখন্ডতা, তারপর আঞ্চলিক অবিভাজ্যতা, তারপর প্রশাসনিক এলাকা, চতুর্থত জনসংখ্যার ঘনত্ব। এ সবগুলোর বিবেচনায় নিয়ে যদি প্রয়োজন হয় সংশোধন হবে। না হলে হবে না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে