সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে ২৮৮ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

যাযাদি রিপোর্ট
  ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনায় আবারও ২৮৮ কোটি টাকা ঋণ দিচ্ছে। নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থায় প্রবেশাধিকার বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের বন্যাকবলিত এলাকার মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নত করতে এ অর্থ ব্যয় হবে। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এ অর্থে একশ'টি মোবাইল টয়লেট, ৯৪৫টি লাইফ জ্যাকেট, ১০৫টি পাবলিক টয়লেট নির্মাণ করা হবে। এক হাজার ৭৫০টি টিউবওয়েল স্থাপন, ৩০টি ছোট পানির উৎস ও ৯ হাজার একশ'টি ডিপ টিউবওয়েল বসানো হবে।

সূত্র আরও জানায়, বন্যা আক্রান্ত এলাকায় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার পুনর্র্নির্মাণে মোট ব্যয় হবে ৩৪৩ কোটি ৮৪ লাখ টাকা। বন্যা আক্রান্ত এলাকায় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার পুনর্র্নির্মাণে জরুরি সহায়তা বাবদ এই অর্থ সহায়তা দিচ্ছে সরকার। এ প্রকল্পে ২৮৮ কোটি ৮৫ লাখ ২৭ হাজার টাকা ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাকি ৫৪ কোটি ৯৯ লাখ টাকা সরকারি কোষাগার থেকে মেটানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে