সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

'চলৎশক্তিহীন' সেই জ্যোতি এইচএসসিতেও জিপিএ-৫

মিলন রহমান, যশোর
  ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

'চলৎশক্তিহীন' সেই জ্যোতি হোসেন এসএসসির ধারাবাহিকতায় এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছে। হুইলচেয়ারে করে কলেজে যাতায়াত আর শ্রম্নতিলেখকের মাধ্যমে পরীক্ষা দিয়ে সাফল্য ছিনিয়ে নিয়েছে অদম্য এই মেধাবী। বুধবার প্রকাশিত ফলাফলে জ্যোতি যশোরের ঝিকরগাছা উপজেলার সরকারি শহীদ মশিউর রহমান কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।

ঝিকরগাছা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পুরনো কমিশনারপাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী কাদের হোসেন ও গৃহিণী রেক্সোনা হোসেনের দুই মেয়ের মধ্যে জ্যোতি বড়। পাঁচ বছর বয়সে দুর্ঘটনায় চলনশক্তি হারিয়ে ফেলে জ্যোতি। মেরুদন্ডে আঘাতপ্রাপ্ত হওয়ায় ঘাড় থেকে পা পর্যন্ত কোনো শক্তি পায় না সে। তাই হুইলচেয়ারই তার ভরসা। সেই হুইলচেয়ারে বসেই অদম্য মেধার স্ফূরণ ঘটিয়েছে মেয়েটি। এর আগে জ্যোতি ২০২০ সালে ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান

\হবিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছিল।

জ্যোতি'র সংগ্রামের গল্প বলতে গিয়ে আবেগাপস্নুত মা রেক্সোনা হোসেন ফিরে যান শৈশবে। জ্যোতি'র তখন পাঁচ বছর বয়স। বেড়াতে গিয়ে ভ্যান থেকে পড়ে যায় সে। মেরুদন্ডে আঘাত পাওয়ায় পা থেকে ঘাড় পর্যন্ত শরীর একরকম অবশ ও অচল হয়ে যায়। ঢাকা, ভারতসহ বিভিন্ন স্থানে তার চিকিৎসা করানো হয়। সর্বশেষ তাকে নিয়ে যাওয়া হয় সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি'তে। সেখানে চিকিৎসা চললেও জ্যোতির হাত, পা বা শরীর একরকম প্যারলাইজড্‌, অচল।

সেই থেকেই মেয়েকে নিয়ে সংগ্রাম শুরু রেক্সোনা হোসেনের। মেয়েকে ভর্তি করেন পারবাজার প্রাথমিক বিদ্যালয়ে। সেখান থেকে পঞ্চম শ্রেণিতে জিপিএ-৫ পায় জ্যোতি। তার বাড়িতে ছুটে যান ঝিকরগাছা পাইলট উচ্চ বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক প্রয়াত লিয়াকত আলী ও সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন মুকুল। উদ্দেশ্য, মেয়েটিকে পাইলট স্কুলে ভর্তি করানো। মেয়েকে পাইলট স্কুলে ভর্তির ইচ্ছা থাকলেও বাস্তবতা বাধা হয়ে দাঁড়ায় রেক্সোনার সামনে। বাড়ি থেকে এক কিলোমিটারের বেশি দূরত্ব পাইলট স্কুলের। ষষ্ঠ থেকে ১০ শ্রেণি; পাঁচ বছর কীভাবে মেয়েকে স্কুলে আনা-নেয়া করবেন! অগত্যা বাধ্য হয়ে বাড়ির পাশে পারবাজার মাধ্যমিক বিদ্যালয়ে জ্যোতিকে ভর্তি করেন মা রেক্সোনা। এই স্কুল থেকে অষ্টম শ্রেণিতে জেএসসি পরীক্ষায় অবতীর্ণ হলেও জিপিএ-৫ ধরে রাখতে ব্যর্থ হয় সে। এ কারণে জ্যোতির ছোটবোন মেধাবী জেবা হোসেনকে নিয়ে দুশ্চিন্তায় পড়েন রেক্সোনা। জেবাও তখন পারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

ছোট মেয়ে জেবা অষ্টম শ্রেণিতে উঠলে ২০১৯ সালের জানুয়ারিতে তাকে পাইলট স্কুলে ভর্তি করে দেন রেক্সোনা হোসেন। জ্যোতি তখন সবে দশম শ্রেণিতে উঠেছে। জেবাকে স্কুলে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন পারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান। তিনি মা রেক্সোনা হোসেনকে জানিয়ে দেন, ছোট মেয়ে জেবাকে স্কুলে না পেলে বড় মেয়ে জ্যোতিকেও তিনি স্কুলে রাখবেন না। শিক্ষকের এহেন আচরণে অভিমানে কষ্টে বুক ভরে ওঠে রেক্সোনার। দ্বিধাগ্রস্ত রেক্সোনা তখন পাশে পান পাইলট স্কুলের প্রধান শিক্ষক লিয়াকত আলীকে। ২০১৯ সালের জানুয়ারিতে দশম শ্রেণিতে জ্যোতিকে পাইলট স্কুলে ভর্তি করে নেন তিনি।

এক বছর ধরে হুইলচেয়ারে করে প্রতিদিন এক কিলোমিটারের বেশি রাস্তা ঠেলে নিয়ে স্কুলে গেছেন রেক্সোনা। বাড়িতে শিক্ষক রেখে মেয়েকে পড়িয়েছেন। দিনরাত ২৪ ঘণ্টা চলনশক্তিহীন মেয়ের অবলম্বন হয়ে জয় করেন জিপিএ-৫।

এরপর তাকে ভর্তি করেন ঝিকরগাছার সরকারি শহীদ মশিউ রহমান কলেজ। বিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে লেখাপড়া শুরু করে জ্যোতি। কলেজের শিক্ষকরাও এগিয়ে আসেন। জ্যোতির জন্য তার ক্লাসগুলো ভবনের নিচতলায় নিয়ে আসা হয়। এরই মধ্যে করোনার প্রাদুর্ভাবে কলেজ বন্ধ হয়ে গেলে বাড়িতেই পড়াশোনা চালিয়ে যায় সে।

এইচএসসির ফলাফলে খুশি জ্যোতি হোসেন জানায়, লেখাপড়াই তার সবকিছু। নিয়মিত লেখাপড়া করে প্রতিবন্ধকতা জয় করতে পেরে খুব ভালো লাগছে। এসএসসিতে তার ছোট বোন হোসেন শ্রম্নতি লেখক ছিল। কিন্তু এবার জেবার এসএসসি পরীক্ষাসহ কিছু জটিলতায় তাকে শ্রম্নতি লেখক হিসেবে নিতে পারেনি। এইচএসসিতে তার শ্রম্নতি লেখক ছিল ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মরিয়ম খাতুন। বিজ্ঞান বিভাগ থেকে লেখাপড়া করলেও জ্যোতি তার প্রতিবন্ধকতা সম্পর্কে অবগত। এ জন্য সে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে চায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে