সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

এবার পাসের হারে শীর্ষে কুমিলস্না বোর্ড

স্টাফ রিপোর্টার, কুমিলস্না
  ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

উচ্চ মাধ্যমিকে পাসের হারে এবার ৯ সাধারণ শিক্ষা বোর্ডে শীর্ষ অবস্থান অর্জন করেছে কুমিলস্না। এই বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নেওয়া ৮৫ হাজার ৮৮০ শিক্ষার্থীর মধ্যে ৯০ দশমিক ৭২ শতাংশ পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন।

বুধবার দুপুরে কুমিলস্না শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর মো. আসাদুজ্জামান বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন।

তিনি জানান, এ বছর কুমিলস্না বোর্ডের অধীন ৬ জেলার ৪১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করেছে ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান। এবার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। মেয়েদের

\হ৮ হাজার ৭৫৭ জন জিপিএ-৫ অর্জন করেছে। ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৬৮৪ জন এবং মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩০৭ জন। মেয়েদের শতকরা পাশের হার ৯১ দশমিক ৩৯ শতাংশ এবং ছেলেদের ৮৯ দশমিক ৮৪ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে