ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক মো. জিলস্নুর রহমান (৭৫) সোমবার সন্ধ্যায় শহরের জেল রোডের ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ হেপাটাইসি সি রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যার আগে তিনি নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা পৌনে ৭দিকে তিনি মারা যান।
মঙ্গলবার বাদ জোহর শহরের লোকনাথ উদ্যানের (টেংকেরপাড়) জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে শহরের শেরপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।