সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত

যাযাদি ডেস্ক
  ১৪ জুন ২০২৩, ০০:০০

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২১১ জন। যা চলতি বছরে এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৩ জনে। এ সময় ডেঙ্গুতে একজনের মৃতু্য হয়েছে। ফলে মোট মৃতু্যর সংখ্যা হয়েছে ২৭ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৭৪ জন ও ঢাকার বাইরের ৩৭ জন। চলতি বছরের ১ থেকে ১২ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৬০১ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার

৭৩৬ জন। আর ঢাকার বাইরে অন্য বিভাগে ভর্তি হয়েছে ৮৬৫ জন।

এছাড়া, এ সময় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ৮৭১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা দুই হাজার ১৩৮ জন এবং ঢাকার বাইরে ৭৩৩ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে