সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সংসদের ২৪তম অধিবেশন ৩ সেপ্টেম্বর

যাযাদি ডেস্ক
  ১৭ আগস্ট ২০২৩, ০০:০০

একাদশ সংসদের ২৪তম অধিবেশন আগামী ৩ সেপ্টেম্বর শুরু হবে।

বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে এটি হতে পারে একাদশ সংসদের শেষ অধিবেশন।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ সেপ্টেম্বর রোববার বিকাল ৫টায় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন। ৩ সেপ্টেম্বর সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন কতদিন চলবে, তা ঠিক করা হবে।

চলতি সংসদের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। তার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ডিসেম্বরের শেষ দিকে কিংবা জানুয়ারির প্রথম দিকে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে