সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
চট্টগ্রাম

ট্রেন-পুলিশ পিকআপের সংঘর্ষে ৩ পুলিশ নিহত

চট্টগ্রাম অফিস
  ২৮ আগস্ট ২০২৩, ০০:০০

চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার ফৌজদারহাটের ছলিমপুরে ট্রেন ও পুলিশের পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ পুলিশ ঘটনাস্থলে নিহত ও স্থানীয় এক ইউপি সদস্যসহ ৩ জন আহত হয়েছেন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ছলিমপুর ইউনিয়নের ফকিরহাট ফকিরপাড়ার রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সীতাকুন্ড থানায় কর্মরত কনস্টেবল মিজান, কনস্টেবল এস্কান্দর, কনস্টেবল হোসাইন। আহতরা হলেন উপ-পরিদর্শক সুজন, কনস্টেবল সমর ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শাহাদাৎ। শাহাদাৎ হোসেন ছলিমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য বলে স্থানীয়রা জানান।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার (এসপি) মো. হাসান চৌধুরী বলেন, 'সীতাকুন্ড থানা পুলিশের পিকআপ ভ্যানটি রেল ক্রসিং অতিক্রম করে ফকিরপাড়া এলাকায় যাচ্ছিল। এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং চমেক হাসপাতালে নেওয়ার পরে আরও ২ পুলিশ সদস্য মারা যান। আহত হন আরও কয়েকজন। তাদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক জানান, এ ঘটনায় তিন পুলিশ

সদস্য মারা গেছেন। একজন ঘটনাস্থলে, ২ জন হাসপাতালে আনার পরে মারা গেছেন। আহত হয়েছেন তিনজন, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সীতাকুন্ড থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ জানান, 'পুলিশ ভ্যানটি টহল ডিউটিতে ছিল। রেল ক্রসিং পার হওয়ার সময় সেখানে কর্তব্যরত গেটম্যান দীপু ছিল না। বৃষ্টির কারণে খেয়াল না করায় এবং গেট খোলা পেয়ে পুলিশ ভ্যানটি রেললাইনে উঠে যায়। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামের দিকে আসা সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে