সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রতিমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা

প্রতারক ইমাম হোসেন আবারও গ্রেপ্তার

যাযাদি রিপোর্ট
  ২৮ আগস্ট ২০২৩, ০০:০০

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর এপিএস (সহকারী একান্ত সচিব) পরিচয়ে প্রতারণাকারী সেই ইমাম হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এর আগেও প্রতারণার দায়ে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের এডিসি নাজিয়া ইসলাম এমন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমাম হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব বলে পরিচয় দিতেন। এমন পরিচয়ে তিনি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ফোন ও হোয়াটস অ্যাপে মেসেজ পাঠিয়ে তদবির করতেন। এ ঘটনায় গত ২৬ আগস্ট শাহবাগ মডেল থানায় ইমাম হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

ডিবির রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাজিয়া ইসলাম বলেন, ওই মামলায় ইমাম হোসেনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। ইমাম হোসেনের মোবাইল নম্বর পর্যালোচনা করে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়। ইতোপূর্বেও ইমাম হোসেন প্রতারণার দায়ে গ্রেপ্তার হয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে