সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

অবরোধ কর্মসূচি ঘোষণা এলডিপি'র 'ভাগাভাগির নির্বাচন বন্ধ করুন'

যাযাদি ডেস্ক
  ১১ ডিসেম্বর ২০২৩, ০০:০০

সরকারের পদত্যাগ, তফসিল বাতিল, জেলে আটক বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির সঙ্গে মিল রেখে আগামীকাল ১২ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। সেই সঙ্গে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করবে দলটি।

রোববার এক বিবৃতিতে এলডিপি'র প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ এই ঘোষণা দেন। বিবৃতিতে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য নেতাকর্মী ও দেশবাসীকে আহ্বান জানান তিনি।

অলি আহমদ বলেন, 'বর্তমান পরিস্থিতিতে সমগ্র দেশ এক দলীয় আওয়ামী বাকশালী শাসন প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। এটা কারও জন্য কাম্য নয়। যত তাড়াতাড়ি সম্ভব ভাগাভাগির নির্বাচন বন্ধ করুন। জনগণকে মুক্তি দিন। সত্যিকার স্বাধীনতা প্রতিষ্ঠা করি। সভ্য সমাজে বসবাস করার মতো পরিবেশ সৃষ্টি করুন। মনে রাখতে হবে আমরা কেউ থাকব না। কিন্তু দেশকে ধ্বংস করে কী লাভ। একটিবারের জন্য হলেও নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে