সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত

ভোলায় সার কারখানা করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ

যাযাদি ডেস্ক
  ১২ ডিসেম্বর ২০২৩, ০০:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকের শুরুতে সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ‘রিকশাচিত্র অ্যালবাম’ তুলে দিলে তিনি তা সবাইকে দেখান ফোকাস বাংলা

ভোলায় পাওয়া গ্যাসক্ষেত্র এলাকার আশপাশে একটি সার কারখানা করা যায় কিনা সে বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী বিদু্যৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, সিলেটে তেল পাওয়ার বিষয়টি বিদু্যৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ মন্ত্রিসভাকে অবহিত করেছেন। তিনি আরও বলেন, 'আমি যখন জ্বালানি মন্ত্রণালয়ে ছিলাম, তখন তিন বছরে ৪৬টি কূপ খননের ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছিলাম। সেই কার্যক্রমের অংশ হিসেবে যে কূপটি খনন করা হয়েছিল, সেখানে তেল পাওয়া গেছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, 'ভোলা এলাকায় আমরা যে গ্যাস পেয়েছি, সেটি কীভাবে ব্যবহার করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে যে, আমরা সেখান থেকে সিলিন্ডারে করে গ্যাস ঢাকায় আনতে পারি। ঢাকা এনে বিভিন্ন শিল্পকারখানায় সেটি দেওয়ার কাজ শুরু হয়েছে। তবে সেটি পরিমাণে খুব বেশি নয়। ওখানে যে গ্যাস আছে সেখানে আরও কিছু করা সম্ভব।' মাহবুব হোসেন বলেন, 'প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, ওখানে একটি সার কারখানা করে গ্যাস ব্যবহার করা যায় কি না- সেই বিষয়টি সমীক্ষার মাধ্যমে পরীক্ষা করা যেতে পারে। একটি কার্যকর সমীক্ষার মাধ্যমে বিষয়টি পরীক্ষা করে দেখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।' বাংলাদেশের বিভিন্ন সমুদ্রবন্দরে জেটি নির্মাণের জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সম্ভাব্যতা যাচাই করার নির্দেশ দেন তিনি। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, বৈঠকে 'সামুদ্রিক পর্যটন নীতিমালা-২০২৩'-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে হঠাৎ পেঁয়াজের অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে সরকার। বৈঠকে পেঁয়াজ নিয়ে কোনো নির্দেশনা ছিল কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পেঁয়াজ নিয়ে উনি (প্রধানমন্ত্রী) ক্যাবিনেটে না, আলাদাভাবে নির্দেশনা দিয়েছেন; সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে। তিনি আরও বলেন, 'আপনারা দেখতে পাচ্ছেন মাঠ পর্যায়ে এখন ক্লোজ মনিটরিং হচ্ছে এবং আজকে (সোমবার) তার কিছুটা ইম্প্যাক্ট পাওয়া যাচ্ছে, এটা দেখতে পাচ্ছেন তো আপনারা, পাচ্ছেন না? গতকাল (রোববার) যে ট্রেন্ড ছিল, সে ট্রেন্ড নেই।' নির্দেশনায় সুনির্দিষ্টভাবে কি ছিল- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারের পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে মাঠ পর্যায়ে আমাদের নজরদারি বাড়ানো। যারা এসব কাজের সঙ্গে জড়িত তাদের দিকে নজরদারি বাড়ানো এবং আমাদের যারা অতিরিক্ত মুনাফা পাওয়ার চেষ্টা করছে তাদের আইনের আওতায় আনার চেষ্টা করা। তো সেটি কেবিনেটে আলোচনা হয়নি। নির্দেশনা পাওয়ার পরে মাঠ পর্যায়ে টিম কাজ করছে বলেও জানান মো. মাহবুব হোসেন। এই নির্দেশনা কি মন্ত্রিসভার বৈঠকে দিয়েছেন নাকি বাইরে দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, 'ওই সিদ্ধান্ত তো ক্যাবিনেটে আলোচ্য বিষয় ছিল না। ওটা হলো সাধারণ প্রশাসনিক ব্যাপার। যখন একটি ক্রাইসিস বা সমস্যা তৈরি হয় তখন ওই মন্ত্রণালয়ে যারা সংশ্লিষ্ট থাকেন তাদের নিয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্তগুলো দিয়ে থাকি। যেহেতু এটা নিয়ে কাজ শুরু হয়েছে এটা নিয়ে আজকে (সোমবার) কোনো আলোচনা হয়নি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে