বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ঢাকার বাইরের পুলিশদের জন্য সুখবর

নতুনধারা
  ০৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০
ঢাকার বাইরের পুলিশদের জন্য সুখবর

যাযাদি রিপোর্ট

আদালতে সাক্ষ্য দেীয়া বা সরকারি কাজে দেশের জেলা, থানা ও প্রত্যন্ত এলাকা থেকে ঢাকা শহরে আসা পুলিশ সদস্যদের জন্য আবাসন ব্যবস্থা করা হয়েছে। এজন্য রাজধানীর তেজগাঁও থানা কমপেস্নক্সে ১০ তলা ভিতের ওপর নির্মাণ করা হয়েছে ৪ তলা বিশিষ্ট ডরমেটরি।

মঙ্গলবার সকাল ১০টায় এই ডরমেটরি উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। উদ্বোধনকালে তিনি এ ডরমেটরিকে বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন সংযোজন বলে উলেস্নখ করেন।

জাবেদ পাটোয়ারী বলেন, বিসিএস পুলিশ অফিসার্সদের থাকার জন্য অফিসার্স মেস ব্যবহার করা হয়। কিন্তু পুলিশের বড় একটি অংশ, কনস্টেবল থেকে ইন্সপেক্টররা সাক্ষ্য দেওয়া বা অন্য কোনো সরকারি কাজে ঢাকা শহরে এলে তাদের থাকার জন্য কোনো ডরমেটরি ছিল না। তেজগাঁওয়ে ডরমেটরি নির্মাণ হওয়ায় এখন এই সমস্যা অনেকাংশে কমে যাবে। ১০ তলা ভিতের ওপর বর্তমান ৪ তলা ভবন নির্মাণ করা হয়েছে।

আইজিপি আরও বলেন, পুলিশের স্থাপনাগুলো ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা জরুরি। পুলিশের সকল স্থাপনা ঊর্ধ্বমুখী সম্প্রসারণের জন্য দ্রম্নত পরিকল্পনা প্রণয়নে জোর দিতে হবে। সকল বিভাগীয় শহর ও জেলা শহরে এমন ডরমেটরি নির্মাণের উদ্যোগ নিতে হবে। ১০১টি থানা পুনর্র্নির্মাণ প্রকল্প নেওয়া হয়েছিল, এটি প্রায় শেষ পর্যায়ে। বাকি থানাগুলোও পর্যায়ক্রমে পুনর্র্নির্মাণ করা হবে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী সদয় রয়েছেন।

এ সময়র্ যাব মহাপরিচালক ড. বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার শফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পুলিশ ডরমেটরিতে রয়েছে আধুনিক সকল সুযোগ-সুবিধা। এছাড়া পার্কি সুবিধা, প্রতি তলায় সিঙ্গেল বেডের ৮টি রুম ও ডাবল বেডের ৮টি করে রুম রয়েছে। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে সরকারি কাজে ঢাকায় আগত কনস্টেবল থেকে ইন্সেপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসার স্বল্প সময়ের জন্য নামমাত্র ভাড়া দিয়ে থাকতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<78379 and publish = 1 order by id desc limit 3' at line 1