সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
তোমাদের জন্য ছড়া

বাবা আমার

ফরিদ সাইদ
  ১৬ জুন ২০২৪, ০০:০০
বাবা আমার

বাবা আমার মুক্ত আকাশ

নির্ভরতার চাদর

1

জীবনজুড়ে আপন মনে

করেন শুধু আদর।

বাবার হাতে হাতটি ধরে

হাঁটাহাঁটি শেখা

বাবার কাঁধে কোলে চড়ে

এই পৃথিবী দেখা।

লেখাপড়ার হাতেখড়ি

বাবার কাছে শুরু

সারাজীবন বাবা আমার

আসল শিক্ষাগুরু।

ন্যায়ের পথের জ্ঞানের আলো

বিপদকালের ছায়া

বাবা আমার আদর-শাসন

নিখাদ মনের মায়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে