সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
তোমাদের জন্য ছড়া

বাবার ঋণ

নকুল শর্ম্মা
  ১৬ জুন ২০২৪, ০০:০০
বাবার ঋণ

মিছে আবদার করে বাবা জ্বালিয়েছি কত,

এমন আপন কে আর আছে বাবা তোমার মতো?

1

তোমার সমান কেউ হবে না আমার পৃথিবীতে,

কেউ পারে না তোমার মতো বুকে টেনে নিতে

এক জীবনে বাবা তোমার ঋণ হবে না শোধ,

খুঁজে যখন পাই না তোমায় স্তব্ধ বিবেক বোধ।

এখন আমি তোমার মতো হয়ে ছেলের বাবা,

বয়ে বেড়াই আপনমনে সয়ে দুঃখের থাবা।

তুমি পাশে থাকলে এখন আমি হতাম রাজা,

তোমার দেওয়া আদেশগুলো হতো খুশির সাজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে