বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

নীলচে পাহাড়

এস এম শহীদুল আলম
  ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০
নীলচে পাহাড়

নীলচে পাহাড়

\হরূপের বাহার

1

\হআমায় কাছে ডাকে,

আলো ঝিলমিল

মনের আকাশ

\হস্বপ্নছবি আঁকে।

গেলাম কাছে

\হদেখার আছে

\হসেই পাহাড়ের খেলা,

পাহাড় বেয়ে

ঝরনা ম্যাজিক

\হদেখে কাটে বেলা।

শিক্ষা নিলাম

\হদীক্ষা নিলাম

\হছন্দে কথা বলতে,

এই বুনিয়াদ

লাগবে কাজে

\হসরল পথে চলতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে