বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

আড়ি

আলমগীর কবির
  ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০
আড়ি

বারান্দাতে বসে খোকন

আঁকছিল কী? দেশের ছবি

1

মুক্ত পরিবেশের ছবি।

মুক্ত পাখি, গাছের ছবি

একটা ছিল মাছের ছবি।

হঠাৎ করে মা ডাকলেন

খোকন গেল দৌড়িয়ে,

রংতুলি আর ড্রয়িং খাতা

সব বারান্দায় ছড়িয়ে।

দুষ্টু বিড়াল হঠাৎ করে

দেখতে পেল মাছের ছবি,

মাছ দেখে সে নাচতে থাকে

দেখতে যদি নাচের ছবি!

ধরতে গিয়ে আর পেল না,

অবাক হলো ভারি,

কে এঁকেছে এমন ছবি

তার সাথে আজ আড়ি!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে