শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

লেখা আহ্বান

মাহিয়াত আরিমা আরশি
  ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০
লেখা আহ্বান
লেখা আহ্বান

মার নাম আরশি। আমি বিড়াল খুব ভালোবাসি। আমাদের বাসায় একটা বিড়াল ছিল। কিন্তু সে হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে মারা গেল। তারপর আমি আরেকটা বিড়াল এনেছি। তার নাম পুষি। পুষিকে আমি এক মাদ্রাসার সামনে পেয়েছিলাম। প্রথম প্রথম সে খুব ভয় পেয়েছিল।

আস্তে আস্তে সে আমার সঙ্গে মিশতে শুরু করেছে। আমি যখন স্কুলে যাই তখন সে মন খারাপ করে বসে থাকে। তারপর আমি তাকে আদর করে দিলে তার অভিমান কমে। টিফিনের সময় আমি যখন বাসায় আসি তখন সে আমার কোলে এসে বসে থাকে। স্কুল ছুটির পর বাসায় এলে সে আমাকে দেখে খুব খুশি হয়। আমার সঙ্গে খেলাধুলা করে। আমি তাকে খুব ভালোবাসি।

মাহিয়াত আরিমা আরশি

চতুর্থ শ্রেণি, চরনিখলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে