শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

দেশটা আমার

মজনু মিয়া
  ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০
দেশটা আমার

দেশটা আমার রক্তে কেনা

ভালোবাসার ধন,

দেশের কথা বলতে গেলেই

গর্বে ভরে মন।

দেশটা আমার প্রাণের প্রিয়

দেশের জন্য তাই,

বিনিময়ে জীবন দিতে

কোনো বাঁধা নাই!

দেশটা আমার লাল সবুজের

আল্পনায় আঁকা,

শান্তি সুখের আপন আলয়

মায়ার চাদর ঢাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে