সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

নতুন বছর

জাহাঙ্গীর চৌধুরী
  ০২ জানুয়ারি ২০২৫, ০০:০০
নতুন বছর

বছর ঘুরে বছর আসে

নতুন করে হাসে।

1

পুরান ভুলে নতুন বর্ষে

মনের স্বপ্ন ভাসে।

চব্বিশ গেল যুদ্ধের ছলে

ছত্রিশ দিনের শূলে।

পঁচিশ এলো নতুন ফুলে

বরাত যেন খোলে।

যুদ্ধ নয় আর বিদ্রোহ নয়

মনুষ্যত্বের হোক জয়।

মনুষ্যত্বের হলে বিজয়

মানুষ থাকবে নির্ভয়।

মানবজাতি আমরা বিশ্বে

থাকব সবাই হর্ষে।

ধর্মকর্মের সংস্পর্শে

চলব মিলেমিশে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে