বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মঙ্গলবার সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে টানা ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
সহকারী নির্বাচন কমিশনার গাজী মর্তুজা হোসেন কামাল জানান, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ২০১১ জন ভোটারের মধ্যে ১৩৩৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে বাতিল ও পচা (বাতিল) ভোটের সংখ্যা ২৮টি।
নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সেক্রেটারি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন সরকারি কলেজের সাবেক ভিপি যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের জেলা শাখার আহ্বায়ক আলহাজ গাজী মোজাম্মেল হোসেন টুকু। ভাইস চেয়ারম্যান পদে এসএম বজলুল কাদের শাহজাহান ৯৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন আবু নাসের তালুকদার মিলু, এটিএমএ রাজ্জাক, মো. আবদুল ওয়াহাব, অ্যাডভোকেট আশিষ কুমার সরকার উৎপল, স্বপন দত্ত চৌধুরী দিলু। কার্যনির্বাহী ৫ জন সদস্য পদের বিপরীতে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd