শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ কাজে বাড়ছে শিশুশ্রম

কক্সবাজার প্রতিনিধি
  ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০

কক্সবাজারে শুঁটকি প্রক্রিয়াজাতকরণ শিল্পে ২০ শতাংশ শিশু নিয়োজিত, যেখানে ৭২ শতাংশ বালিকা এবং ২৮ শতাংশ বালক। তাদের মধ্যে ৪১ শতাংশ ১৪ বছরের নিচে। ১৪ থেকে ১৭ বছরের মধ্যে রয়েছে ৫৯ শতাংশ। অথচ বলা হয়েছে শিশুদেরকে কোনোভাবে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা যাবে না। ২০২১ সালে ৩৮টি খাতে বাংলাদেশ থেকে শিশুশ্রম সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার সকালে শহরের একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় এসব কথা উঠে আসে। শিশুশ্রম নিরসন ও শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করার বিষয়ে দুই দিনের কর্মশালাটি আয়োজন করেছে উইনরক ইন্টারন্যাশনাল ও বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রাম (বিসিসিপি)।

শুরুতে স্বাগত বক্তব্য দেন উইনরক ইন্টারন্যাশনালের ক্লাইম্ব প্রকল্পের এনগেজমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মো. তানভীর শরীফ। বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক এএইচ এম জামাল খান ও বিসিসিপির সহকারী পরিচালক (প্রশিক্ষণ) বাদল হালদার।

কর্মশালাটি সঞ্চালনা করেন বিসিসিপির সহকারী পরিচালক (প্রোগ্রাম) আবু হাসিব মোস্তফা জামাল। দুই দিনব্যাপী কর্মশালার প্রথম দিনের কার্যক্রমের প্রারম্ভে শিশু অধিকার সংরক্ষণ সাংবাদিক ফোরামের সভাপতি করোনায় প্রয়াত সাংবাদিক আবদুল মোনায়েম খানের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে