শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

স্বদেশ ডেস্ক
  ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

মুজিববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হচ্ছে। জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট:

মানিকগঞ্জ :মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনা ও জেলা প্রশাসকের সহযোগিতায় মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এই ম্যারাথনের উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ দৌলা। ম্যারাথনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়াবিদ, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির প্রায় সাড়ে ৩০০ মানুষ অংশগ্রহণ করেন। ম্যারাথনে কলেজ শিক্ষার্থী অমিত হাসান প্রথম, পুলিশ সদস্য গোলাম রসুল দ্বিতীয় ও ক্রীড়াবিদ মামুন মিয়া তৃতীয় স্থান অর্জন করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লে. কর্নেল মো. ওয়াদুদ উলস্নাহ, জেলা প্রশাসক এসএম ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র মো. রমজান আলী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা।

শ্রীপুর (গাজীপুর) :গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে শ্রীপুর-রাজাবাড়ী আঞ্চলিক সড়কের মোড়ে এ ম্যারাথনের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা মোস্তারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন প্রমুখ।

দুমকি (পটুয়াখালী) : পটুয়াখালীর দুমকিতে বুধবার অনুষ্ঠিত ম্যারাথনে দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। বুধবার সকালে শেখ হাসিনা সেনানিবাসের সার্বিক সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, থানার ওসি মো. মেহেদী হাসান, ক্যাপ্টেন মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম মাসুদ আল মামুন, শ্রীরামপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ছালাম প্রমুখ।

বানারীপাড়া (বরিশাল) : সেনাবাহিনীর এরিয়া সদর দপ্তর বরিশাল এবং ৬ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে ৬২ ইস্ট বেংগল ও জেলা প্রশাসন বরিশালের সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার সকাল ১০টায় জেলার বানারীপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংস্থা, বেসামরিক প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের অংশগ্রহণে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ম্যারাথনটি বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশনে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন কুমার সাহা, ৬২ ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন মো. আশফানুল হক, সহকারী কমিশনার (ভূমি) নিশাত শারমিন, থানার ওসি মো. হেলাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা দিপিকা রানী সেন, সমবায় কর্মকর্তা আফসানা শাখী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে