শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কালভার্টের মধ্যে ফুটো যান চলাচলে দুর্ভোগ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৭ জুলাই ২০২১, ০০:০০

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার সংযোগস্থলের দক্ষিণ শাহমীরপুরের বদলপুরা গ্রামের মধ্যে শীতল ঝরনা খালের ঝুঁকিপূর্ণ কালভার্টটি যেন দুই উপজেলার মরণফাঁদে রূপ নিয়েছে। কালভার্টটি ভেঙে এখন ফুটো হয়ে গেছে। অনেক আগেই ভেঙে গেছে কালভার্টের দুই দিকের রেলিং। পাঁচ-ছয় ইঞ্চি দেবে গেছে মাঝখানের স্স্ন্যাব। ঝরে পড়ছে পস্নাস্টারও। সবমিলিয়ে যেকোনো সময় এটি ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। বর্তমানে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

স্থানীয়রা জানায়, ১৯৮৪ সালে নির্মিত এই কালভার্টটি আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার লক্ষাধিক মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। গত তিন বছর ধরে কালভার্টটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। স্থানীয় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সড়ক ও জনপথ বিভাগসহ মোটামুটিভাবে সবাই দুরবস্থার কথা অবগত থাকলেও নতুন কালভার্ট হয়ে ওঠে না। সরেজমিন গিয়ে দেখা যায়, শীতল ঝরনা খালের ছোট্ট কালভার্টটির দুদিকের দু'টি রেলিং বছরখানেক আগেই ভেঙে পড়েছে। মাঝখানের 'টপস্স্ন্যাবটি' পাঁচ-ছয় ইঞ্চি দেবে গেছে। মাঝখানে তৈরি হওয়া বড় গর্তে 'পেস্নটসিট' বসিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, শীতল ঝরনা খালের ওপর ঝুঁকিপূর্ণ 'কালভার্টটি গত রোববার দুপুরে উপজেলা প্রকৌশলীসহ পরিদর্শন করেছি।

নতুন কালভার্টের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কালভার্টটি ভেঙে শিগগিরই নতুন কালভার্ট স্থাপন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে