শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতেই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা -সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
  ২৫ অক্টোবর ২০২১, ০০:০০
নেত্রকোনায় ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি -যাযাদি

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, সংবিধানে বাংলাদেশের সব ধর্মের অধিকার নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছেন। এই উন্নয়ন অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করার লক্ষ্যে যারা সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তারা কোনো অবস্থাতেই পার পাবে না। নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের কুমারপুর গ্রামে শনিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ময়মনসিংহ অঞ্চলের পলস্নী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে ৪০ মিটার দীর্ঘ ফেরিঘাটে পিসি গার্ডার ব্রিজ নির্মাণকাজের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ড, সদর উপজেলা সহকারী প্রকৌশলী মো. শামছুল হক রাকিব প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে