শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
বরিশালে সহকারী ভারতীয় হাইকমিশনার

'একই মায়ের দুই সন্তান বাংলাদেশ ও ভারত'

বরিশাল অফিস
  ১৮ জানুয়ারি ২০২২, ০০:০০

ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না বলেছেন, একই মায়ের দুই সন্তান বাংলাদেশ এবং ভারত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এ সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তিনি রোববার বরিশাল সিটি করপোরেশনে ভারত সরকারের দেওয়া লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন।

রোববার বিকালে নগরীর অ্যানেক্স ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে এ অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুলস্নাহ। উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা হুমায়ুন শাহিন খান, শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলি আশরাফ ভুইয়া ও সিভিল সার্জন ডা. মারিয়া হাসান প্রমুখ।

এ সময় হাই কমিশনার আরও বলেন, করোনার প্রকোপ আরও বাড়ছে। এর ভয়াবহতা মোকাবিলা করতে ইউরোপীয় দেশগুলো হিমশিম খাচ্ছে। এদেশের চিকিৎসকরা করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে