রোববার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

রংপুর সিটি বাজারে ধর্মঘট পালন

ম রংপুর প্রতিনিধি
  ২০ জানুয়ারি ২০২২, ০০:০০
রংপুর সিটি বাজারে ধর্মঘট পালন

রংপুর সিটি বাজারের সংস্কারসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করছে ব্যবসায়ীরা। এতে করে বিপাকে পড়েছে দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা ও বিক্রেতারা।

সিটি বাজার ব্যবসায়ী সমিতির নেতারা জানান, রংপুর সিটি কপোরেশন প্রতিবছর এই সিটি বাজার থেকে প্রতিবছর আড়াই কোটি টাকার বেশি টোল আদায় করে থাকে। প্রায় ২০ একর জায়গার ওপর নির্মিত দেশের এই বৃহৎ বাজারটিতে উন্নয়নের কোনো রেশ নেই।

সিটি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাজার কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামানসহ অন্য ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল।

আগামী এক মাসের মধ্যে যদি তাদের চার দফা দাবি বাস্তবায়ন করা না হয়, তা হলে হরতালসহ বৃহত্তর আন্দোলন কারার হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে