শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন জেলায় ৩১ জন করোনায় আক্রান্ত
স্বদেশ ডেস্ক
  ২৪ জানুয়ারি ২০২২, ০০:০০

তিন জেলায় শুক্রবার সকাল থেকে শনিবার পর্যন্ত ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর -

ঝিনাইদহ : ঝিনাইদহে আবারও আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। হাসপাতালগুলোতেও বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। তবে এবার তুলনামূলকভাবে বাড়িতেই সংক্রমিত রোগীরা চিকিৎসা নিচ্ছে। এদিকে শনিবার ভোর ৫টার দিকে সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন কারোনা আক্রান্ত কাজী আব্দুর রশিদ (৭২) নামে এক বৃদ্ধের মৃতু্য হয়েছে। সে শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামের বাসিন্দা।

এদিকে শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৪ নমুনা পরীক্ষা করে ১৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা নমুনা পারীক্ষার তুলনায় ৩৩ শতাংশ। সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রোগীর সংখ্যা পাঁচজন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৮৪৬ জনে আর এই সময়ের মধ্যে মারা গেছে ২৬৯ জন। ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শারমিন নাহার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে একদিনে চারজনসহ এক সপ্তাহের ব্যবধানে মোট আটজন করোনায় আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স সূত্রে জানা গেছে, শনিবার সকালে ছয় জনের করোনা পরীক্ষা করে চারজন শনাক্ত হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান জানান, এ উপজেলায় দীর্ঘদিন করোনা পজিটিভ রোগী শূন্য থাকলেও গত ১৫ জানুয়ারি থেকে করোনা রোগী ধরা পড়তে শুরু করে। এ উপজেলায় মোট আটজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের আইসোলেশনে রাখা হয়েছে।

পোরশা (নওগাঁ) : গত এক সপ্তাহে শনিবার পর্যন্ত নওগাঁর পোরশা উপজেলায় ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব হাসান জানান, স্বাস্থ্য কমপেস্নক্সে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। এতে ৭ জনই করোনা পজিটিভ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে