শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কালিহাতীতে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে ভাঙচুর ফকিরহাটে কমিটির সভা অনুষ্ঠিত

ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  ১৭ মে ২০২২, ০০:০০

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। শনিবার সন্ধ্যায় কালিহাতী উপজেলার মগড়া বাজারে নতুন কমিটি ঘোষণার পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা এই ভাংচুরের ঘটনা ঘটায়।

জানা গেছে, সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সভাপতি পদে ৩ ও সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থীতা ঘোষণা করেন। সম্মেলনের প্রথম পর্বে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অসীম কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাছান ইমাম খান সোহেল হাজারি এমপি। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু।

দ্বিতীয় পর্বে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ মালেক ভূইয়ার সভাপতিত্বে কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু নতুন কমিটির সভাপতি হিসেবে শফিকুল ইসলাম (মাস্টার) ও সাধারণ সম্পাদক হিসেবে শহীদুল ইসলামের (মেম্বার) নাম ঘোষণা করেন। এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর কর্মী-সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে সম্মেলনের চেয়ার ভাংচুর করে।

এদিকে আমাদের ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শনিবার বিকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরিনা আক্তার কিসলুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়ার প্রস্তাব রাখা হয়। পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মলিস্নক আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের প্রস্তাব করা হয়।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান স্বপন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ্‌-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক মিলন ব্যানার্জী ও জেলা মহিলা লীগের সহ-সভাপতি আফরোজা খাতুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে