শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লঘুচাপ ও পূর্ণিমা জোয়ারে রাঙ্গাবালীর নিম্নাঞ্চল পস্নাবিত

ম আইয়ুব খান, রাঙ্গাবালী (পটুয়াখালী)
  ১২ আগস্ট ২০২২, ০০:০০
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও পূর্ণিমা জোয়ারে পাঁচ গ্রাম পানিতে পস্নাবিত -যাযাদি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও পূর্ণিমা জোয়ারে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার পাঁচ গ্রাম পানিতে পস্নাবিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত জোয়ার চলে। টানা পাঁচ ঘণ্টার জোয়ারে ওইসব এলাকার বন্যা নিয়ন্ত্রক ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে লোকালয়ে পানি ঢুকেছে। যার কারণে ওই এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। যদিও ভাটায় সে পানি নেমে যাওয়ায় কিছুটা দুর্ভোগ কমেছে। তবে শঙ্কা করা হচ্ছে রাতে জোয়ারে আবারো পানি বৃদ্ধি পাবে। টানা বৃষ্টি এবং জোয়ারের পানিতে তলিয়ে রয়েছে আমনের ক্ষেত। ভেসে গেছে ঘের ও পুকুরের মাছ।

উপজেলা কৃষি ও মৎস্য বিভাগের তথ্যমতে, দুই দিনের বৃষ্টি এবং জোয়ারের পানিতে ২৬টি মাছের ঘের এবং ১০৫টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে প্রায় ১১ লাখ টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আবাদ করা ৬৫০ হেক্টর আমন এবং ১৮১৮ হেক্টর আমনের বীজতলা পানিতে নিমজ্জিত রয়েছে।

মধ্য চালিতাবুনিয়া গ্রামের মফিদুল বলেন, 'ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে পানিবন্দি হয়ে রয়েছি। জোয়ারে পানিতে তালিয়ে থাকি আবার ভাটায় জেগে উঠি। ভয় নিয়ে এভাবেই দিন পার করছি।'

দক্ষিণ চরমোন্তাজ গ্রামের বশির হাওলাদার বলেন, 'জোয়ারের পানি ও বৃষ্টিতে আমনের বীজতলা তলিয়ে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে