শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে পাথর নিলামে রাজস্ব আয় বাড়ছে

ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ১২ আগস্ট ২০২২, ০০:০০

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ইজারাকৃত এক ও দুই নম্বর বালুমহাল থেকে বালু উত্তোলনের সময় সঙ্গে আসা অতিরিক্ত নুড়িপাথর নিলাম করে ৩৮ লাখ টাকার রাজস্ব আদায় করেছে উপজেলা প্রশাসন। বুধবার বিকালে উপজেলা প্রশাসন উন্মুক্তভাবে এই নিলামের আয়োজন করে।

বিগত দিনে বালুর সঙ্গে উঠে আসা উপজাত হিসেবে নুড়িপাথর নিলাম না হওয়ার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় থেকে বঞ্চিত হতো। এ বিষয় আমলে নিয়ে দুটি বালুমহাল থেকে উত্তোলিত নুড়িপাথর সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যে বিধিমোতাবেক উন্মুক্ত নিলাম দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন ইউএনও।

নিলাম অনুষ্ঠানে ওসি শিবিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুবল রঞ্জন কর, খনিজসম্পদ বিভাগের উপ-পরিচালক মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে