বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বোমা হামলায় জড়িতদের ফাঁসির দাবি

সারাদেশে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিক্ষোভ সমাবেশ
ম স্বদেশ ডেস্ক
  ১৮ আগস্ট ২০২২, ০০:০০
টাঙ্গাইলে সিরিজ বোমা হামলায় জড়িতদের ফাঁসির দাবিতে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল -যাযাদি

২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা ও জঙ্গিবাদের প্রতিবাদে বুধবার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে বোমা হামলায় জড়িতদের ফাঁসির দাবি জানানো হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমবেত হয়। সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, সহ-সভাপতি ছানোয়ার হোসেন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপি, খান আহমেদ শুভ এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, পৌর মেয়র সিরাজুল হক আলমগীর প্রমুখ।

গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে শহরের গানাসাস চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। এ সময় ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুলস্নাহ হারুন বাবলুসহ শহিদুল ইসলাম আবু, রণজিত বকসী সূর্য্য, পিয়ারুল ইসলাম, সাইফুল আলম সাকা, মাহবুব আলম কোর্ট, অ্যাড. মহিবুল হক মোহন, পিপি অ্যাডভোটেক ফারুক আহমেদ প্রিন্স, আমিনুর জামান রিংকু, তানজিমুল ইসলাম জামিল প্রমুখ উপস্থিত ছিলেন।

নাটোর প্রতিনিধি জানান, নাটোরে শহরের কান্দিভিটাস্থ দলের অস্থায়ী কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। পরে নাটোর প্রেস ক্লাব এলাকায় এসে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদে, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ নেতাকর্মীরা।

সাভার প্রতিনিধি জানান, সাভারে উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন, বনগাঁও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আমিন বাজার ইউপি চেয়ারম্যান রাকিব আহমদে, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুবেল আসলাম, ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোলস্ন্যা প্রমুখ উপস্থিত ছিলেন।

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি জানান, আশুলিয়া থানা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় বিক্ষোভ মিছিল এবং পরে ডেন্ডাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহাদাৎ হোসেন খান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুলস্নাহ মুন্সী প্রমুখ।

দোহার (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার দোহারের লটাখোলা করম আলীর মোড়ে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোলস্না, বীর মুক্তিযোদ্ধা করম আলী, দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সুরুজ প্রমুখ।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগড়াপাড়া চৌরাস্তায় প্রতিবাদ সভায় উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক আলী হায়দার। এছাড়াও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ, আবু সাইদ, সহ-সভাপতি আরমান মেরাজ, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ, কালো পতাকা প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীনগর ডাকবাংলা এলাকায় উপজেলা যুবলীগের সভাপতি ফিরুজ আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেছার উলস্নাহ সুজনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর ধামইরহাটে কালো পতাকা মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক খাজা ময়েন উদ্দিন, শাহজাহান আলী, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আনজুয়ারা, যুবলীগ সভাপতি জাবিদ প্রমুখ।

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বিক্ষাভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, সিনিয়র সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন প্রমুখ।

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গৌরীপুরে প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান। বক্তব্য রাখেন বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব উলস্নাহ ভিপি, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কাদির, যুবলীগ আশরাফুল করিম নিউটন, হারুন অর রশিদ সবি, ১নং মইলাকান্দা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু তাহের প্রমুখ।

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার আটপাড়ায় বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতি সম্পাদক নেত্রকোনা-৩ আসনের সাংসদ অসীম কুমার উকিল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে সভা পরিচালন করেন ফেরদৌস রানা আনজু। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সুলতান উদ্দিন আহমেদ, আবু নাসের তালুকদার মিলু, মোজাম্মেল হক, শাহজাহান কবীর, সাইদুল হক তালুকদার, মিজানুর রহমান খান নন্দন, সিদ্দিকুর রহমান মাস্টার, আরিফুজ্জামান খান টিটু, হায়দার জাহান সাগর, জাহাঙ্গীর হাসান, যুবলীগ নেতা রোকনুজ্জামান রোকন প্রমুখ।

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি জানান, রাজবাড়ীর পাংশায় কালিবাড়ী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিলস্নুল হাকিম এমপি। উপজেলা সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের উলিপুরে বিজয় মঞ্চে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবির সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সাবেক এমপি আমজাদ হোসেন তালুকদার, ভাইস চেয়ারম্যান আবু সাইদ সরকার, পৌর মেয়র মামুন সরকার মিঠু, সালমান হাসান ডেভিট মারজান, আহসান হাবিব রানা প্রমুখ।

মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, মোলস্নাহাটে দেড় বোয়ালিয়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগ নেতা এল জাকির হোসেন, খান ইউসুফ আলী প্রমুখ।

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের তাড়াশে বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে প্রতিবাদ সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদু্যৎ, সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ প্রমুখ।

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি জানান, বাবুগঞ্জ রহমতপুর বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, সহ-সভাপতি মোস্তফা কামাল চিশতি।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে ভূলতা স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন- উপজেলা যুবলীগের সভাপতি ও গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান কামরুল হাসান তুহিন। বক্তব্য রাখেন- যুবলীগের কেন্দ্রীয় কমিটির জনস্বাস্থ্য ও কর্মসংস্থান বিষয়ক-সম্পাদক লায়ন শাহীন মালুম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, রাশেদুল ইসলাম রাশেদ ভুইয়া, সারোয়ার হোসেন রাসেল, আল-আমিন, মুরাদ হাসান, রতন মিয়া প্রমুখ।

লালমোহন (ভোলা) প্রতিনিধি জানান, ভোলার লালমোহন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মঞ্জু তালুকদার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে