শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফুলবাড়ীতে ভোটারের 'মাথা ফাটানো' ইউপি মেম্বার গ্রেপ্তার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ১৯ মার্চ ২০২৩, ০০:০০

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নে ভোটারের মাথা ফাটানো ইউপি মেম্বার মাহফুজার রহমান বাদলকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে ঘুষ না দিয়ে চেয়ারম্যানের মাধ্যমে স্ত্রীর নামে ভিজিডির কার্ড চূড়ান্ত করায় তিনি কাঠ দিয়ে গোলজার হোসেন (৫৫) নামে এক ভোটারের মাথা ফাটান। হামলাকারী বাদল কাশিপুর ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার।

এদিকে এ ঘটনার পরই থানা পুলিশ হামলাকারী ইউপি মেম্বারকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আহত গোলজার হোসেনের স্ত্রী তাছিরন বেগম বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলা করলে তাকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ প্রসঙ্গে কাশিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানান, 'আমরা জনপ্রতিনিধি, আমরা মানুষের গালাগাল শুনব। কিন্তু জনগণের ওপর হাত তুলব কেন? ইউপি মেম্বার বাদল মিয়া যে ঘটনাটি ঘটিয়েছে তা জঘন্যতম অপরাধ। তার শাস্তি পাওয়া উচিত।'

ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান জানান, ইউপি মেম্বারকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে