সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সাঁথিয়ায় কুকুরের কামড়ে আহত শতাধিক, আতঙ্ক

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
  ২৬ মার্চ ২০২৩, ০০:০০

পাবনার সাঁথিয়ায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে কুকুরের কামড়ে শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধী রয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আহতদের সাঁথিয়া হাসপাতালে ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাঁথিয়া পৌর সদরের পিপুলিয়া, নওয়ানী, ফকিরপাড়া, কালাইচাড়া, পূর্বভাবানীপুরসহ বেশ কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের ভিড়ে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। রোগীদের একটা আইজি ভ্যাকসিন হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে। অন্যটার্ যাবিস ভিসি রোগীদের স্বজনরা বাজার থেকে ক্রয় করে চিকিৎসা নিচ্ছেন। ভ্যাকসিন সরবরাহ না থাকায় বিড়ম্বনা পোহাতে হচ্ছে রোগীর স্বজনদের। বর্তমানে বাজারেও ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। এ জন্য জেলা সদর থেকে ভ্যাকসিন নিয়ে আসার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ইউএনও মাসুদ হোসেন জানান, ভ্যাকসিন ক্রয়ের জন্য উপজেলা পরিষদের রোগী কল্যাণ তহবিল থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে ভ্যাকসিন সংগ্রহ করে রোগীদের সেবা দিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে