সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

দুমকিতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  ২৬ মার্চ ২০২৩, ০০:০০

পটুয়াখালীর দুমকিতে সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দিয়ে উল্টো থানায় মিথ্যা জিডি দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুগান্তরের দুমকি উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রি করেছেন। দুমকি থানার ডায়রি নং-৮০৩।

জানা যায়, গত ১৭ মার্চ প্রেস ক্লাব দুমকির হলরুমে অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন জলিশা গ্রামের বাসিন্দা মাসুদ আল মামুন বাবুর বিরুদ্ধে জমিজমা জবরদখলসহ রাতারাতি শত কোটি টাকার মালিক হওয়ার বিষয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের ডকুমেন্টসহ উভয়ের বক্তব্য নিয়ে যুগান্তরে সংবাদ প্রকাশ হয়। যুগান্তর ছাড়াও একাধিক দৈনিক পত্রিকায় নিউজ প্রকাশিত হয়। এর জেরে ১৯ মার্চ মাসুদ আল মামুন সাইফুল ইসলামকে উপজেলা ভূমি অফিস সংলগ্ন একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ খুন-জখমের হুমকি দেন। পরবর্তীতে উল্টো থানায় গিয়ে একটি মিথ্যা জিডি করেন।

দুমকি থানা ওসি মো. আব্দুস সালাম বলেন, উভয়েই সাধারণ ডায়রি করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে